বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন হল উইন্ডোজ ১০। এটা ইন্সটল দেওয়াও খুব সহজ। তো চলুন, পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ ১০ ইন্সটল দেওয়ার পদ্ধতিটা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।
উইন্ডোজ ১০ ইন্সটল দেওয়ার জন্য অবশ্যই একটা উইন্ডোজ ১০ বুট্যাবল পেনড্রাইভ লাগবে, যেটার মাধ্যমে আপনি ইন্সটল দিবেন। যদি আপনার কাছে বুট্যাবল পেনড্রাইভ না থাকে, সেক্ষেত্রে আপনি নিজেই নিজের পেনড্রাইভ টাকে বুট্যাবল করে নিতে পারবেন। চলুন, সেটার পদ্ধতিটা আগে দেখে নিই।
[বিঃ দ্রঃ এক্ষেত্রে কমপক্ষে ৮ জিবির একটা পেনড্রাইভ লাগবে]
বুট্যাবল পেনড্রাইভ তৈরি করা
- প্রথমেই, যে পেনড্রাইভ টাকে বুট্যাবল করতে চান সেটা আপনার পিসিতে লাগিয়ে ফরম্যাট করে নিন।
- এই লিংক এ গিয়ে Microsoft এর অফিশিয়াল Windows Media Creation Tool টি ডাউনলোড করে নিন।
3. ডাউনলোড হয়ে গেলে File টিতে ডাবল ক্লিক করে টুল টি চালু করুন।
4. Accept বাটনে ক্লিক করুন।
5. Create installation media সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
6. ইচ্ছামত Language, Edition এবং Architecture সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
7. USB flash drive অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
8. আপনার Pendrive টি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
9. এখন Windows 10 Setup ফাইলটি ডাউনলোড শুরু হবে (প্রায় ৪ জিবি) এবং অটোমেটিক্যালি আপনার পেনড্রাইভটিও বুট্যাবল হয়ে যাবে।
10. সব Processing শেষ হলে Your USB flash drive is ready লেখা আসবে। তখন Finish বাটনে ক্লিক করুন।
বুট্যাবল পেনড্রাইভ তৈরি করার কাজ শেষ। এখন উইন্ডোজ সেটআপ দেওয়ার পালা।
সেটআপ দেওয়া
তো, এখন আপনার কাছে একটি বুট্যাবল পেনড্রাইভ আছে। এখন তাহলে ইন্সটলেশনের ধাপগুলো দেখে নেওয়া যাক।
- প্রথমেই, আপনার পিসিতে Bootable Pendrive টি লাগিয়ে পিসি রিস্টার্ট দিন।
- পিসি রিস্টার্ট হওয়ার সময় Boot Menu Key চেপে Boot Menu তে প্রবেশ করুন।
[Boot Menu Key পসাধারণত পিসি ভেদে ভিন্ন ভিন্ন হয়। আপনার পিসির Boot Menu Key কোনটা সেটা না জানলে Google এ সার্চ করে জেনে নিতে পারেন।] - Boot Menu থেকে আপনার Pendrive টি সিলেক্ট করে এন্টার প্রেস করুন।
- এখন আপনার পিসি টি Pendrive থেকে Boot হবে এবং নিচের ছবির মত একটি উইন্ডো আসবে। সেখানে থাকা Next বাটনটিতে ক্লিক করুন।
5. Install now এ ক্লিক করুন।
6. I don’t have a product key তে ক্লিক করুন।
7. I accept the license terms চেকবক্স টিতে টিক দিয়ে Next বাটনে ক্লিক করুন।
8. Custom: Install Windows only (Advanced) অপশনটিতে ক্লিক করুন।
9. যে পার্টিশনে উইন্ডোজ ইন্সটল করতে চান সেটা সিলেক্ট করে Delete বাটনে ক্লিক করুন। এতে পার্টিশনটা সম্পূর্ণ খালি হয়ে যাবে।
[এই ধাপটিতে একটু সতর্ক থাকবেন, যেন কোনো প্রয়োজনীয় পার্টিশন ডিলিট করে না ফেলেন।]
10. এরপর, যে পার্টিশনটা ডিলিট করলেন (নামের শেষে Unallocated Space লেখা থাকবে) সেটা সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এখন উইন্ডোজ ১০ ইন্সটল হওয়া শুরু হবে।
11. ইন্সটল হয়ে যাওয়ার পর কিছু Basic Setup করতে হবে। নিচের ছবির মত আসলে United States সিলেক্ট রেখেই Yes এ ক্লিক করুন।
12. Keyboard layout US সিলেক্ট করে Yes বাটনে ক্লিক করুন।
13. Skip এ ক্লিক করুন।
14. Set up for personal use সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
15. আপনার যদি Microsoft Account থেকে থাকে, তাহলে সেটা Add করতে পারেন। আর, তা নাহলে বামপাশের নিচের দিকে থাকা Offline account এ ক্লিক করুন। তারপর, আপনার নাম দিন এবং একটি পাসওয়ার্ড সেট করুন।
16. এরকম স্ক্রিন আসলে Do it later এ ক্লিক করুন।
17. আপনি যদি Windows এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট Cortana ব্যবহার করতে চান তাহলে Yes এ ক্লিক করুন, আর না চাইলে No তে ক্লিক করুন।
18. Privacy Options গুলো আপনার ইচ্ছামত On/Off করে Accept বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনি Windows 10 এর Desktop দেখতে পাবেন। অর্থাৎ, সেটআপ কমপ্লিট।
উপরের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করে, খুব সহজে আপনি নিজেই নিজের পিসিতে উইন্ডোজ ১০ সেটআপ করে ফেলতে পারবেন।
Great post. Wonderful information and really very much useful. Thanks for sharing and keep updating
Thank You so much for sharing this information. I found it very helpful.Thank you so much again.
ভালো লাগল!
জাযাকাল্লাহু খাইর!
খুব ভালো
আসসালামু আলাইকুম
ভাই আমার উইন্ডোজ সেটআপ শেষ হওয়ার পর এখন “You’ll need a new app to open this ms-contact-sapport link” এমন আসছে। অনেক সময় পার হয়ে গেছে কিন্তু কোন কাজ হচ্ছে না।
এখন কি করবো ভাই কাইন্ডলি বলুন…….
ওয়া আলাইকুমুস সালাম।
আপনার সমস্যা টা যদি এখনও সমাধাণ না হয়ে থাকে, তাহলে আমাদের সাথে Messenger এ যোগাযোগ করতে পারেন।
আমরা সাধ্যমত চেষ্টা করব আপনাকে সাহায্য করার।
–
Messenger chat link:
https://m.me/Gamitisa
৯ নং অপসন না আসার কারনকি। কোন Drive দেখাই না